Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে তাঁতবস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প প্রদর্শনী মেলা উদ্ভোধন করা হয়েছে।

 

২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার বিকালে খাগড়াছড়ি নিউজিল্যান্ড নারী কল্যাণ সমিতির আয়োজনে সদর উপজেলা মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান ও জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) ।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম,মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন।

 

 

মাস ব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলায় থাকছে চারটি প্যাভেলিয়নে প্রায় অর্ধশতাধিক দোকানে হাতে তৈরি ঢাকাই জামদানী, তাঁতের শাড়ি, কুটির শিল্প, বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোশাক ও প্রসাধনী সহ ফুলের টব, ও হাতে তৈরি প্যাকেট জাত নানা খাদ্য সামগ্রী পাওয়া যাবে।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Related Articles

Back to top button