খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে এনসিটিএফ’র শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
পেরাছড়া এনসিটি’র উদ্যোগে জাবারাং কল্যাণ সমিতি-ওয়াই মুভস প্রকল্প এর বাস্তবায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় শিশু সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন বিষয়ক জবাবদিহিতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

 

১৮মার্চ ২০২৪ সোমবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

এনসিটিএফ পেরাছড়া শাখা’র সাধারণ সম্পাদক মোহনা ত্রিপুরা’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

 

 

অধিবেশনে এনসিটিএফ’র শিশুরা স্কুল, কলেজের বিভিন্ন ধরনের৷ সমস্যা,বাল্য বিয়ে,যাতায়াত ব্যবস্থা,পাবলিক টয়লেটে ও যানবাহন সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দূরদূরান্ত থেকে স্কুল- কলেজে আসা শিক্ষার্থীদের জন্য যাতায়াতের বাস গাড়ীর দাবি জানান উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। এসময় শিশুদের উপস্থাপিত বিভিন্ন সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন অতিথিরা।

আলোচনা সভার পরপরেই শিশু সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে ৭টি দাবী জানিয়ে জেলা ও ইউনিয়নের এনসিটিএফ’র সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

দাবি সমূহের মধ্যে
১. খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার সকল সরকারি উচ্চ বিদ্যালয়ে শূন্য পদের বিপরীতে যতদ্রুত সম্ভব শিক্ষক পদায়ন করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২.খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ও খাগড়াছড়ি সরকারি কলেজসহ জেলার অন্যান্য সরকারি কলেজে যত দ্রুত সম্ভব শূন্য পদের বিপরীতে শিক্ষক পদায়ন করতে ব্যবস্থা গ্রহণ।

৩. খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি মহিলাকলেজের জন্য বাস চালুর উদ্যোগ গ্রহণ।

৪. বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে এ সংক্রান্ত জেলা ও উপজেলা কমিটির পাশাপাশি ইউনিয়ন কমিটিকে আরও সক্রিয় করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ করতে বিশেষ করে ওয়ার্ড মেম্বার ও পাড়া কার্বারীদের সচেতন ও সক্রিয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নির্দেশনা প্রদান।

৫.খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরের প্রাণকেন্দ্রে একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আধুনিক শিশুপার্ক নির্মাণে উদ্যোগ গ্রহণ করতে জোর দাবী জানাচ্ছি। একই সাথে সাপ্তাহিক ছুটির দিন ও সরকারি ছুটির দিনে আলুটিলা পর্যটন কেন্দ্র ও জেলা পরিষদ পার্ক বা হর্টিকালচার পার্কে শিশুদের জন্য প্রবেশ মূল্য ১০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে বিশেষ দাবী জানানো হয়।

৬. খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে বালক-বালিকার জন্য পৃথক টয়লেট ব্যবস্থা করা।

৭. স্বনির্ভর বাজারের পাবলিক টয়লেট যথাশীঘ্র ব্যবহার উপযোগী করে তোলা।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা,জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান চৌধুরী, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

জেলা এনসিটিএফ’র সাংগঠনিক সম্পাদক নূর ইশরাত জাহান ও সাধারণ সম্পাদক হৃদয় ত্রিপুরা সভা সঞ্চালনা করেন।

Related Articles

Back to top button