খাগড়াছড়িতে ইয়েস বিডি ও এনসিটিএফ’র ডায়লগ সেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
ইয়েস বাংলাদেশ ও এনসিটিএফ খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় নারী ও মেয়েদের প্রতি সহিংসতা রোধে ১৬দিনব্যাপি কার্যক্রম’র “কোন অজুহাত চলবে না”বিষয়ক ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর সকালে বাংলাদেশ শিশু একাডেমি’র কনফারেন্স হলে এ ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।
এ সেশনে জেলা এনসিটিএফ’র সাবেক সভাপতি শচীন দাস’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে র উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম বলেন,বাল্যবিবাহ,ইভটিজিং এসব বিষয়ে আমাকে সরাসরি অবগত করলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী,মেয়ে শিশুসহ সকল শিশুরা যেকোনো প্রকার সমস্যায় পড়লে জানাবে,আমি সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো। শিশু-কিশোরদের মাঝে সৃজনশীল প্রতিভার বিকাশের বাস্তব প্রতিফলন দেখার জন্য সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া সহ ইয়েস বাংলাদেশ জেলা শাখা’র সদস্য ও এনসিটিএফ’র সদস্যরা উপস্থিত ছিলেন।