খাগড়াছড়িতে “আস্থা” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে এনজিও সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা’র উদ্যোগে জেলা পর্যায়ে “আস্থা” প্রকল্পের আওতায় তৃণমূল সামাজিক সম্প্রীতি ও সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে যুবদের সম্পৃক্তকরণ এবং তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ার লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী অফিসার রিপন চাকমা’র সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
এ অবহিতকরণ সভায় তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান।
বক্তারা বলেন,সরকারী বিভাগের আওতায় জনসাধারণের জন্য বিভিন্ন খাতে সেবা গ্রহণের সুযোগ রয়েছে। এ সকল সেবাগুলো গ্রহণের জন্য যুবদের সম্পৃক্ত হয়ে থাকতে হবে। তিনি যুবদের এ বিষয়ে ওতপ্রোতভাবে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সরকারী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তর’র আহ্বায়ক হিরন জয় ত্রিপুরা,জেলা সমাজসেবা কার্যালয়’র উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জসীম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা, রুপান্তর-এর আস্থা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাবেয়া বশরী প্রমূখ উপস্থিত ছিলেন ।