খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আইন- শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং প্যারেড প্রদান করেছে পুলিশ সুপার মুক্তা ধর।

 

 

মঙ্গলবার(০৭মে) দুপুরে মাটিরাঙ্গা থানায় ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

 

 

মাটিরাঙ্গা থানায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে।

 

আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলভাবে আমাদের দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করেছি। এই উপজেলা পরিষদ নির্বাচনেও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

 

তিনি আরও বলেন,সকল পুলিশ সদস্যকে রেইন কোট, লেগসিন, হেলমেট, ভেস্ট, বাঁশি, লাঠি, অস্ত্র, গোলাবারুদ যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

এসময় ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন জেলা পুলিশের কন্ট্রোল রুম’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ খালেদ হোসেন, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা,মাটিরাঙ্গা থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ, র‍্যাব ও আনসার এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের সদস্যরা।

 

অন্যদিকে মানিকছড়ি থানায় ব্রিফিং প্যারেডে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জসিম উদ্দিন,রামগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন,লক্ষীছড়ি সহকারি পুলিশ সুপার কামরুজ্জামান।

Related Articles

Back to top button