খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যােগে পাঠাগার সমুহে বই বিতরন
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন মাহি এর উদ্যােগে বিভিন্ন পাঠাগারে বই বিতরন করা হয়েছে।
৩ মে ২০২৩ বুধবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে এই বই বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। এ সময় রিজিয়নের বিএম মেজর মোহাম্মদ ইমরুজ মনির পিএসসি উপস্থিত ছিলেন।
সেনা রিজিয়ন কমান্ডার জানান, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী ভাবে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ও শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার প্রসার হলে সমাজ ও রাষ্ট্র উন্নয়ন ও টেকসই হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের আত্মসামাজিক অবস্থার উন্নয়নে সেনাবাহিনীর আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময়, সাওঁতাল সম্প্রদায়ের গণপাঠাগার বাংলাদেশ, ত্রিপুরা কল্যাণ সংসদের মুক্তিযুদ্ধ কর্ণার ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, ইউনিট ক্লাব, আমতলী শিশু ও কিশোর-কিশোরী ক্লাব, দেওয়ান পাড়া নিং রং ক্লাব এবং লাইব্রেরী, গুগড়াছড়ি মারমা যুব সংঘ, চাবাই স্মৃতি ক্লাব, চৌধুরী পাড়া শাসনা ক্লাব,তেকর্মা আখেংসা ক্লাব,গুইমারা, থোয়াংঅংগ্য পাড়া লাইব্রেরী, পঞঞ আড়ং পাঠাগার ও লাইব্রেরীর জন্য মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে বই প্রদান করা হয়।