Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি রিজিয়নের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
বর্ণিল আয়োজনে সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড এবং খাগড়াছড়ি রিজিয়নের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

 

১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার খাগড়াছড়ি সেনানিবাস অডিটরিয়ামে ২০৩ পদাতিক ব্রিগেড এবং খাগড়াছড়ি রিজিয়নের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৪পদাদিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার লেঃ জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, জিওসি।

 

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রীতিভোজের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পার্বত্য অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের ঐতিহ্য ও কৃতিত্বের প্রতি স্বীকৃতি জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম,বিজিবি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার , খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও জন প্রতিনিধিগন।

Related Articles

Back to top button