Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার দাবি ভুয়া

আসল ভিডিও দিনাজপুরের

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, সেটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তদন্তে দেখা গেছে, ভিডিওটি আসলে দিনাজপুরের একটি ঘটনার।

 

প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি খাগড়াছড়ি সদরে এক পাহাড়ি কিশোরী ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে সড়ক অবরোধের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন জেলার একটি ভিডিও খাগড়াছড়ির ঘটনার সঙ্গে জুড়ে প্রচার করা হয়, যা সম্পূর্ণ উদ্দেশ্য মূলক বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা।

 

প্রেস উইংয়ের ফ্যাক্টস নামের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়, ভিডিওতে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর লোগো দেখা যায়। অনুসন্ধানে ইউএনবির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে একই ভিডিও পাওয়া যায়, যা প্রকাশিত হয়েছিল গত ২৯ আগস্ট। ওই ভিডিওতে উল্লেখ ছিল—২৮ আগস্ট দিনাজপুর শহরের ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্ক রিসোর্টে বিক্ষুব্ধ তৌহিদী জনতা হামলা চালায় এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।

 

 

অতএব, খাগড়াছড়ির মসজিদে আগুন দেওয়ার দাবি ভিত্তিহীন ও অসত্য। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

Related Articles

Back to top button