Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার :খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রামে দায়িত্বপূর্ণ এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জোন।

 

৬ আগস্ট ২০২৫, বুধবার সকাল ১০ টায় সদর জোনের বাগান বিলাস অডিটোরিয়ামে খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ১৪টি অসহায় পরিবারকে মোট ১,৩০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রদান করা হয়েছে একটি সেলাই মেশিন।

 

এছাড়া উপস্থিত ৫০টি পরিবারকে দেওয়া হয় খাদ্য সহায়তা। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, আটা ২ কেজি এবং ছোলা ১ কেজি করে।

 

উক্ত ত্রাণ ও অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, পিএসসি এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

 

জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “এই এলাকার পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে অনেক দৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়ন ও মানবিক কার্যক্রমই আমাদের প্রতিদিনের দায়িত্বের অংশ।আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই খাগড়াছড়ি জোনের প্রধান লক্ষ্য।

 

মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Back to top button