Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি জেলা পরিষদ ১৪ সদস্যের সর্বসম্মত ভোটে চেয়ারম্যান পদ থেকে অপসারণের পথ সুগম

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :             খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের শুনানি ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

৩১ আগষ্ট ২০২৫, রোববার  বিকালে জেলা পরিষদের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শুনানি শুরু হয়। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা এই প্রক্রিয়ায় স্বচ্ছ ব্যালট বক্সে ভোট দেন পরিষদের সদস্যরা। এতে উপস্থিত ১৪ জন সদস্যই জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনাস্থা জানান। নিজের ভোট ছাড়া আর কোনো সমর্থন পাননি।

 

 

খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, “স্বচ্ছ ব্যালট বক্সে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ সময় পরিষদের ১৪ সদস্য অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনাস্থা দেন।”

 

 

শুনানিতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার। বিধি মোতাবেক জেলা পরিষদের সর্বসম্মত অনাস্থা দেওয়ার ফলে চেয়ারম্যান হিসেবে জিরুনা ত্রিপুরার দায়িত্ব পালনের সুযোগ আর নেই। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশে তিনি স্থায়ীভাবে অপসারিত হবেন।

 

 

এর আগে পরিষদের ১৪ সদস্য জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ আনেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হলে গত ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাকে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

 

ফলে দীর্ঘদিন ধরে নানা বিতর্কে জর্জরিত জিরুনা ত্রিপুরার চেয়ারম্যান পদ থেকে বিদায় এখন সময়ের অপেক্ষা মাত্র।

Related Articles

Back to top button