Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুই ধর্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

২ মে ২০২৫,শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকার মফিজুল ইসলাম (৩১) ও গুচ্ছগ্রাম এলাকার আবু তালেব গাজী (২৮)। মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ১৮ বছর বয়সী ভিকটিম বাড়ির পাশের খালে গোসল করতে গেলে মফিজুল তাকে পেছন থেকে মুখ চেপে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করেন। এ সময় আবু তালেব মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে তিনিও ভিকটিমকে ধর্ষণ করেন।

 

নির্যাতনের শিকার কিশোরী নিজেই বাদী হয়ে লক্ষ্মীছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ধারা যুক্ত করা হয়েছে।

 

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. খালেদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “আসামিদের গ্রেপ্তারের পর ভিকটিম তাদের শনাক্ত করেছেন। তারা প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হবে।”

 

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button