খাগড়াছড়ির দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন।

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট ২০২৫, শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির দুর্গম ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপি বিনামুল্যে মেডিকেল ক্যাম্পেইনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি খাগড়াছড়ি জোনের নেতৃত্বে মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, এমডিএস , মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, এমডিএস , ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও, ক্যাপ্টেন তাসমিয়া শফিক, এমডিএস চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা নিতে আসা শান্তিময় চাকমা, বিনতা চাকমা ,রুখুমনি চাকমা,সুক রঞ্জন চাকমা সহ স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি বলেন, দুর্গম পাহাড়ে চর্মরোগ, চোখে কম দেখা , কোমড়ে ব্যাথা, জ্বর , নারীদের নানাবিদ সমস্যা নিয়ে রোগীগন এসছেন। দোভাষী সহ আমরা নারীদের জন্য গাইনি নারী চিকিৎসক ও পুরুষদের জন্য পুরুষ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান করছি। যাদের উন্নত চিকিৎসা সেবা প্রয়োজন তাদেরকে আমরা সদর হাসপাতালে পাঠাবো একই সাথে এ ধরণের ক্যাম্পেইন গুলো চালু রাখবো।
খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম পিএসসি বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার।পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ সময় স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল সহ অন্যান্য সেনা প্রশাসনিক কর্মকর্তাগন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।