খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে শীতার্ত মানুষের পাশে পার্বত্য জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি জনপদে শীতার্ত ও অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শীতের তীব্রতা যখন পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে, ঠিক সে সময় এই মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন দুই শতাধিক শীতার্ত মানুষ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ভগবান টিলা, ঘিলাতলী, চাকমা পাড়াসহ কয়েকটি দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভগবান টিলাসহ এসব দুর্গম পাহাড়ি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে প্রায় সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এসব এলাকায় পর্যাপ্ত স্কুল, কলেজ কিংবা স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই। দুর্গমতার কারণে সরকারি সহায়তা কার্যক্রমও খুব কমই পৌঁছে।
স্থানীয়দের ভাষ্যমতে, এই প্রথমবারের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শীতের কম্বল পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই জানান, হাড়কাঁপানো শীতে এই কম্বল তাদের জন্য বড় আশ্রয় হয়ে দাঁড়াবে।
শীতবস্ত্র বিতরণকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,“পাহাড়ের প্রত্যন্ত ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা বছরের পর বছর সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাদের জীবনমান উন্নয়নে পার্বত্য জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন,“ভবিষ্যতেও দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক সেবা নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়। অনেকেই এই উদ্যোগকে পাহাড়ের মানুষের জন্য একটি মানবিক ও আশাব্যঞ্জক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।




