Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতি

খাগড়াছড়ির দীঘিনালায় হেফাজতে ইসলাম উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর দীঘিনালা উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে।

 

 

২১ আগস্ট ২০২৫ , বৃহস্পতিবার সকালে উপজেলার বেলছড়ি মাদ্রাসার হলরুমে কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

 

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইলিয়াস। সঞ্চালনায় ছিলেন মাওলানা হামিদুল্লাহ নোমান।

 

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী প্রধান অতিথি হিনাবে উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান এবং অর্থ সম্পাদক মাওলানা ক্বারি নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

 

আলোচনা ও পরামর্শ শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াসকে সভাপতি, মাওলানা হামিদুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button