Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে ৯’শ ৩৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯’শ ৩৮টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৪ হাজার ৬’শ ৬২ জন শিশুকে  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৯’শ ২২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৮ হাজার ৭’শ ৪০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল  কার্যক্রম চলবে।

 

১০ মার্চ ২০২৫, সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের বলেন,সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং নিকটস্থ কেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে নিশ্চিত করতে হবে।ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে থাকে।

 

আগামী ১৫ই মার্চ  কেন্দ্রে ৬থেকে ১১মাস শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

এ অবহিতকরণ সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সহ-সভাপতি কানন কুমার আচার্য, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক সহ জেলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button