খাগড়াছড়িতে হতদরিদ্র মানুষের জন্য “এক টাকার বাজার”
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছডতে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা শাখা’র উদ্যোগে উৎসবমুখর পরিবেশে হতদরিদ্র পরিবারের ‘এক টাকায় বাজার’ আয়োজন করা হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “এক টাকায় হাসি,এক টাকায় আশা-এই আমাদের প্রতিশ্রুতি”।
শনিবার(২৫জানুয়ারি) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে বাজারের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এক টাকার বাজারের উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজারে প্রতিটি পণ্য বিক্রি মাত্র ১ টাকায় বিক্রি করা হয়। চাল,ডাল, আটা, তেল, ডিম, মাছ ৭ধরনে পণ্য ক্রেতারা পছন্দমতো কিনতে পেরেছে। জেলার সদর উপজেলার প্রত্যন্ত এলাকার মোট ৬০০পরিবার এই সুবিধা পেয়েছে।
রুখই চৌধুরী পাড়া থেকে আসা মাহফুজা বেগম বলেন, আমরা গরীব মানুষ। বাজারে নিত্যপণ্যের দাম বেশি। আজকে এক টাকায় অনেকগুলো পণ্য কিনতে পেরেছি।
রুইবাই মারমা বরোর,মনে হচ্ছে যেন ঘুমের মধ্যে এক টাকার বাজারের স্বপ্ন দেখছি। সবকিছুই স্বপ্নের মতো লাগছে।
যুব রেডক্রিসেন্টের সদস্য আফরোজা আক্তার বলেন, মূলত দরিদ্র অসহায় মানুষকে পণ্য বাছাই করার স্বাধীনতা দেওয়ার জন্যই এই বাজারের আয়োজন করা হয়েছে। এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে গর্ববোধ করছি।
আরেক স্বেচ্ছসেবক বলেন, এক টাকায় বাজার কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে ভালোই লাগছে ।
স্বেচ্ছসেবক মোবারক হোসেন বলেন, আমরা সমতল থেকে পাহাড়- সবখানে খেটেখাওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
এক টাকার বাজারের আয়োজক কমিটি’র আহ্বায়ক . মুজাহিদুল ইসলাম জানান, সুবিধাবঞ্চিত মানুষদের পছন্দমতো নামমাত্র মূল্যে বাজার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও মজবুত করার জন্য আজকের এই এক টাকার বাজারের উদ্যোগ নিয়েছি।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, এক টাকার বাজারের উদ্দেশ্য হচ্ছে সমাজের স্বল্প আয়ের মানুষের নামমাত্র মূল্যে জিনিসপত্র ক্রয়ের ব্যবস্থা করা। আজকের এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি সকল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিককা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এক টাকার বাজার উদ্বোধনকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী ফারজানা আক্তার চৌধুরী, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত আলম, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য,সদর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন