Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

 

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা পরিচালনা করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

 

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয়রা গভীর সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চলের মানুষের পাশে সবসময় সেনাবাহিনী যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, এটি তারই প্রতিফলন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান ।

Related Articles

Back to top button