Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে সিএসও-সিবিওস নেটওয়ার্ক গঠন ; প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
প্রান্তিক জনগোষ্ঠীর সমতা, অধিকার, মেন্টরশিপ ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে সিএসও-সিবিওস নেটওয়ার্ক গঠন কর্মসূচি হয়েছে।

 

 

রবিবার (২৪ আগস্ট ) সকালে খাগড়াছড়ি শহরের মিলনপুরস্থ গাইরিং হোটেলে অনুষ্ঠিত এই কর্মসূচি বাস্তবায়ন করছে তৃণমূল উন্নয়ন সংস্থা (TUS), অর্থায়ন করছে Nagorikta: Civic Engagement Fund (CEF) এবং কারিগরি সহায়তা প্রদান করছে GFA Consulting Group GmbH।

 

এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা,এইমপাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান, তৃণমূল উন্নয়ন সংস্থা’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা,প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ স্থানীয় উন্নয়ন সংস্থা’র অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক সমাজ সংগঠন (CSO) এবং কমিউনিটি ভিত্তিক সংগঠনগুলো (CBO) একত্রে কাজ করলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও সুযোগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। এ ধরনের নেটওয়ার্ক স্থানীয় উন্নয়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও অংশীদারিত্বমূলক করে তুলবে।

 

এ সময় আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, কানাডা ও সুইজারল্যান্ডের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রান্তিক জনগণের ক্ষমতায়নের নতুন সম্ভাবনা তৈরি করবে।

 

খাগড়াছড়িতে গঠিত এই নেটওয়ার্ককে স্থানীয় উন্নয়ন ও ক্ষমতায়নের পথে এক অগ্রণী পদক্ষেপ হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা।

Related Articles

Back to top button