খাগড়াছড়িতে সাইবার বুলিং-এর অভিযোগে শিক্ষক আটক
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে সাইবার বুলিং-এর অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
১৫ জানুয়ারী ২০২৪, সোমবার উক্ত আটক ঘটনায় জেলা পুলিশ সুপার মুক্তা ধর জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউপিস্থ ছোটরাই তৈসা পাড়ার বাসিন্দা এবং ভাইবোনছড়া ইউপির ভুক্তভোগী এক শিক্ষিকার ছবি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক ফেইসবুক একাউন্ট এবং ভিকটিম সহ ভিকটিমের আত্নীয় স্বজনদের অশ্লীল ছবি প্রদান এবং ভিকটিমকে কুপ্রস্তাব প্রদান করে। পরবর্তীতে গত ১৪/০১/২৪ ইং তারিখ ভিকটিম কর্তৃক খাগড়াছড়ি সদর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ৩৬ ঘণ্টার মধ্যে সদর থানার এস আই মঞ্জুর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির ব্যবহার করে একই বিদ্যালয়ের শিক্ষক উদয়ন ত্রিপুরা এবং সাইবার বুলিং এ ব্যবহৃত সরঞ্জামাদি সহ আটক করে।
উক্ত ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,২০১২ এর ৮(২)/৮(৩) ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।