খাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে সরকারি গাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে মৎস্য কর্মকর্তার সরকারি গাড়ির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নারিকেল বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থী স্বপ্নময় দাস (শিশু)—শান্তিনগর এলাকার বাপ্পি দাশের ছেলে এবং ইংলিশ ভয়েস স্কুলের শিক্ষার্থী।

 

আহত শিক্ষার্থীর চাচা অভিজিৎ দাশ জানান, স্বপ্নময় তার নানির সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় কিছু দূরে দাঁড়িয়ে থাকা মৎস্য কর্মকর্তার গাড়িটি হঠাৎ দ্রুতগতিতে চালু হলে নানি ও শিশুটিকে ধাক্কা দেয়। এতে নানি ছিটকে পড়লেও শিশুটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়ির চালক আহত শিক্ষার্থীকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পৌঁছে দেন। তবে পরবর্তীতে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও মেডিকেল অফিসার উম্মে হালিমা জুথি বলেন,“আহত শিক্ষার্থীকে হাসপাতালে আনার সময় তার পালস কম ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

 

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ বলেন,“আমরা অফিসে যাওয়ার পথে গাড়ির সামনে একটি টমটম ছিল। টমটমটি সরে যাওয়ার পর শিশুটি হঠাৎ দৌঁড়ে রাস্তা পার হতে গেলে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাকে আমাদের গাড়িতেই হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আমরা সার্বিক খোঁজ খবর রাখছি।”

 

খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ জানান, ঘটনার পর গাড়ির চালক দীপন চাকমা পলাতক রয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবার এজাহার দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button