খাগড়াছড়িতে সরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলায় লিঙ্গ-সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি মূলক (GESI) প্রকৃতি নির্ভর সমাধান প্রচারের অংশ হিসেবে খাগড়াছড়িতে সরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় এনজিও সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা’র আয়োজনে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর সংস্থা’র আশীষ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
হেলভেটাস বাংলাদেশ এবং ICIMOD (আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র) এর সহযোগিতায় আয়োজিত এই সভায় কৃষি পরিবেশগত উন্নয়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পাহাড়ি এলাকার সম্প্রদায় ভিত্তিক টেকসই সমাধান নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের কৃষি, জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কৃষি পরিবেশগত পদ্ধতি, জলধারা সংরক্ষণ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ওপর আরও গবেষণা ও সরকারি সহযোগিতা জরুরি। প্রকৃতি নির্ভর সমাধানকে স্থানীয় পর্যায়ে কার্যকর ভাবে বাস্তবায়নের জন্য সরকারি গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন।
এ সভায় কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসিরুদ্দিন চৌধুরী,তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা,দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসাইন,হেলবেটাস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর দীপ্তিময় চাকমা সহ সরকারি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।




