Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে শিশু সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে জবাবদিহিতা অধিবেশন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :

শিশুদের অধিকার ও সুরক্ষা বাস্তবায়নে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ জবাবদিহিতা অধিবেশন।

 

১৮ জুন ২০২৫, বুধবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া এনসিটিএফ-এর উদ্যোগে এবং ওয়াই-মুভস প্রকল্প ও জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অধিবেশনে উঠে আসে শিশু অধিকার রক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়গুলো।

 

পেরাছড়া এনসিটিএফ-এর সাধারণ সম্পাদক মোহনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন,“শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা শুধুমাত্র সংস্থা বা প্রশাসনের কাজ নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই ধরনের প্ল্যাটফর্ম গুলো শিশুদের কণ্ঠস্বর জোরালো করে তোলে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, সদর থানার এসআই মো. ইসমাইল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো- অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, জেলা এনসিটিএফ সভাপতি ঐতিহ্য দাশ সহ এনসিটিএফ’ র সদস্যগন উপস্থিত ছিলেন ।

 

অধিবেশনে শিশু ও কিশোর প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা, ভয়-শঙ্কা এবং প্রত্যাশার কথা সরাসরি সরকারি ও বেসরকারি প্রতিনিধি ও কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এতে উঠে আসে স্কুলে নিরাপত্তা, বাল্যবিয়ে, সহিংসতা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো।

 

জাবারাং ও এনসিটিএফ-এর বিভিন্ন পর্যায়ের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অধিবেশনটিকে প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তোলে।

 

এ ধরনের গণশুনানি ও জবাব দিহি মূলক আয়োজন ভবিষ্যতে শিশু অধিকার রক্ষায় একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করছেন অংশ গ্রহণকারীরা।

Related Articles

Back to top button