খাগড়াছড়িতে যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার বিষয়ক ত্রৈমাসিক সভা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
যেখানে কথা বলা ছিল লজ্জার, এখন সেখানেই উঠছে সচেতনতার মঞ্চ । এমন এক সাহসী উদ্যোগের স্বাক্ষর রেখেছে খাগড়াছড়ি জেলার খাগড়াপুরে অনুষ্ঠিত যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক স্থানীয় নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা। জাবারাং কল্যাণ সমিতি ও ওয়াই মুভস প্রকল্পের বাস্তবায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় আয়োজিত এই সভা যেন শুধু আলোচনা নয়, বরং এক সামাজিক জাগরণের প্রতিচ্ছবি।
জাবারাং তাংকাচাং রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে সোমবার দুপুরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও নারী অধিকার নিয়ে কাজ করা স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও প্রাক্তন মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা। তিনি বলেন, “যৌন ও প্রজনন স্বাস্থ্যকে যতদিন ট্যাবু হিসেবে রাখব, ততদিন উন্নয়ন অসম্পূর্ণই থেকে যাবে।”
জাবারাং-এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, “ আমরা চাই, গ্রামের মেয়েটিও যেন নিজের অধিকার নিয়ে জানে, বোঝে এবং প্রয়োগ করতে শেখে। এই সভাগুলো সেই পথেরই হাতছানি।”
নারী প্রতিনিধি নমিতা চাকমা বলেন, “ নারী যদি নিজের শরীর আর অধিকার নিয়ে কথা না বলে, তাহলে কে বলবে ? আজ আমরা সেই কথা বলার সুযোগ তৈরি করেছি।”
সভায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা ও এনসিটিএফ সদস্যরা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা কর্মসূচির বর্তমান চিত্র তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে পরিকল্পনার রূপরেখা দেন।
এই সভা ছিল যেখানে যৌনতা নিয়ে লুকোচুরি নয়, বরং সচেতনতা তৈরির সাহসী ঘোষণা দেওয়া হলো। শিশুর নিরাপত্তা, নারীর অধিকার এবং স্বাস্থ্যগত ন্যায্যতা,সব কিছুই এক ছাদের নিচে উঠে আসে এ সভায়।
এই সভা যেন পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানুষের মননে ও চিন্তায়ও নতুন আলো ছড়ানোর একটি পদক্ষেপ।