Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে য়াক্ বাকসা ক্লাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“ঐক্য শিক্ষা সংস্কৃতি ও প্রগতি” এই মূলনীতিকে সামনে বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে য়াক্ বাকসা ক্লাবের ১২তম কাউন্সিল ও ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

 

১ জানুয়ারী ২০২৫, বুধবার দুপুরে খাগড়াছড়ির সদর উপজেলা কুমারধন পাড়ায় য়া্ক বাকসা ক্লাবের বর্ণাঢ্য আয়োজনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বলংপানা অনুষ্ঠিত হয়। এ সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ক্লাবের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে য়া্ক বাকসা ক্লাবের সভাপতি নিবারাই ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

 

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, য়া্ক বাকসা ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকাবাসী নানান ধরনের সহযোগিতা পেয়ে আসছে। শিক্ষা ও সামাজিকতা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সামাজিক ও মানবিক কার্যক্রমও দৃশ্যমান। পারস্পরিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ এলাকায় এমন একটি ক্লাবের গুরুত্ব অনেক বেশি। কারণ এটি একে-অপরের সহযোগিতা, একতাবদ্ধতা, পারস্পরিক সহযোগিতা সহ নানান ধরনের কার্যক্রম করে যাচ্ছে।

 

এছাড়াও  ইতিবাচক কাজের পরিবেশের ভিত্তি তৈরিতে অবদান রাখছে । পারস্পরিকতার নীতি সকলের মধ্যে আস্থার অনুভূতি এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধিসহ যা সামগ্রিক কর্মক্ষেত্রের গতিশীল বৃদ্ধি সহ বিভিন্ন ভাবে ভূমিকা পালন করে যাচ্ছে।

 

এ সময় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা,, বেনুকা ত্রিপুরা, ,মিহির কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সহ-সভাপতি খগেন্দ্র কিশোর ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা , বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা,য়া্ক বাকসা ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি  চন্দ্রনাথ ত্রিপুরা সহ বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button