Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফ পিএ) ও গ্রীণ হিল সার্বিক সহযোগিতায় এবং পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থায় মিড ওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

 

৯মার্চ ২০২৫ রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ কনফারেন্স হলে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

 

এ সময় বক্তারা ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ মিডওয়াইফের প্রয়োজনীয়তা, মাতৃ এবং শিশু মৃত্যু ও অসুস্থতার হার কমানো।হাসপাতাল ও কমিউনিটি সেটিং-এ মানসম্মত ও সম্মান জনক মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা প্রদান। মা ও শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য দক্ষ সক্ষম, আত্মবিশ্বাসী জনশক্তি তৈরি।অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন প্রতিরোধ ও নরমাল ডেলিভারির হার বাড়ানো । ইন্সষ্টিটিউসনাল ডেলিভারি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

 

ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশনে জেলা পরিষদের সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, সহিদুল ইসলাম সুমন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ, ইউএনএফপিএ এর ন্যাশনাল মিড ওয়াইফারিং কনসালটেন্ট ফরিদা বেগম সহ গ্রীণ হিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button