Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে বৈরী আবহাওয়ার প্রভাবে পাহাড় ধ্বস মোকাবেলায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে পাহাড় ধ্বসের ঝুঁকিতে পড়েছে পার্বত্য খাগড়াছড়ি জেলা।ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ও সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

 

৩০ মে ২০২৫ , শুক্রবার সকালেও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে দেখা গেছে। টানা দুইদিন ধরে মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

 

জেলার প্রধান দুই নদী চেঙ্গী ও মাইনি ছাড়াও শহরের আশপাশের ছড়া-খালে পানির চাপ বাড়তে শুরু করেছে। ফলে খাগড়াছড়ি সদর উপজেলার কলাবাগান, সবুজবাগ, কুমিল্লা টিলা ও শালবন এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ও সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এলাকাগুলোতে সরেজমিন পরিদর্শনের পাশাপাশি মাইকিং করে সতর্কবার্তাও দেওয়া হচ্ছে।

 

এদিকে শুক্রবার (৩০ মে) সকালেও পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সরিয়ে নিতে এবং সচেতন করতে সরেজমিনে মাইকিং করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় ও সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা।

 

এদিকে, খাগড়াছড়ি আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অব্যাহত থাকলে পাহাড় ধস ও জলাবদ্ধতার পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত নাগরিকদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।

Related Articles

Back to top button