খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে সুরক্ষা সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করলো এসএস ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে এসএস ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
শনিবার(২৪আগস্ট) দুপুরের দিকে জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় এ শুকনো খাবার ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন এসএস ফাউন্ডেশনের স্বত্বাধিকারী শাহনাজ সুলতানা।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা রোকেয়া পারভীন,বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: মানবিকতা শাখাগুলি যেগুলি মানুষকে এবং তাদের সংস্কৃতির সাথে বা মানবিক মূল্যবোধের উপলব্ধি এবং নিজেকে প্রকাশ করার জন্য মানব আত্মার অনন্য ক্ষমতা থেকে উদ্ভূত।