খাগড়াছড়িতে প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচে বগুড়া রক্সি প্রমিলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার গোমতি এলাকায় ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে স্লোগান ছিল “সমতল থেকে পাহাড়ে, সম্প্রীতির বন্ধনে”।
২৬ নভেম্বর ২০২৪ ,মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার গোমতি বি.কে উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ।
এ প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচে বগুড়া রক্সি প্রমিলা ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি দুটি দল অংশ নেন। এ খেলায় খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি-কে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বগুড়া রক্সি প্রমিলা ফুটবল একাডেমি। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে প্রাইজমানি তুলে দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
উদ্বোধনকালে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ক্রীড়া ক্ষেত্রে পাহাড়ের নারীদের সম্পৃক্ত করতেই আমাদের এ প্রচেষ্ঠা। এ টুর্নামেন্টের মাধ্যমে শুধুমাত্র নারীরাই ফুটবল খেলায় আগ্রহী হবেনা, পার্বত্য চট্টগ্রাম তথা পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতির মেলবন্ধন দৃঢ়ভাবে সূচনা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা ক্রিড়া অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি-প্রবীণ চন্দ্র চাকমা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,যুগ্ম সম্পাদক এড: মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি-আব্দুল নোমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।