Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫- উদ্বোধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে “পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

 

১৭ ফেব্রুয়ারি ২০২৫,সোমবার খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উক্ত টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে, কর্মস্পৃহা বাড়ায় ও পারস্পরিক সম্পর্ক উন্নত করে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে ভ্রাতৃত্ব বোধকে আরো দৃঢ় করে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলম, সহকারি পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) অমিত কুমার দাশ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হান সহ খাগড়াছড়ি জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button