খাগড়াছড়িতে নগদ লিমিটেড এর আয়োজনে উদ্যোক্তা সমাবেশ ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ডিজিটাল ব্যাংকিং সেবা নগদ লিমিটেড এর আয়োজনে উদ্যোক্তা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই ২০২৪ ,বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ লিমিটেড’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিহাব উদ্দিন চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন নগদ লিমিটেড’র ন্যাশনাল সেলস ম্যানেজার মো. শাহীন সারওয়ার ভূঁইয়া, রিজিওনাল সেলস ম্যানেজার শামীমুল হাসান চৌধুরী,এরিয়া ম্যানেজার মো. মহিউদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,নগদ অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তর সহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন। নগদ বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল আর্থিক সেবা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। সভার পরপরেই টার্গেট পূরণ করা ৫ জন নগদ উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।