খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বদলেছে নির্বাচনী সমীকরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে ঘিরে খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনে দুইজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী।
স্থানীয় রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মনোনয়ন প্রত্যাহারের ফলে খাগড়াছড়ি আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় জোটের শরিক হওয়ায় খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ও জোটগত ঐক্য বজায় রাখার অংশ হিসেবে মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভূইয়া পাড়ার বাসিন্দা। তিনি খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে খাগড়াছড়ি–২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমাও তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের আবেদন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে।
জানা গেছে, এর আগে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এনপিপি ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে দুইজনের মনোনয়ন বাতিল হলে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই প্রক্রিয়ার মাধ্যমে খাগড়াছড়িতে জোটভিত্তিক রাজনীতি নতুন মাত্রা পাচ্ছে এবং আসনটি জোটগত সমঝোতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে।




