Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে খাগড়াছড়ি তৃণমূল বিএনপি।

 

১ সেপ্টেম্বর ২০২৫ , সোমবার দুপুরে সদর উপজেলার মহাজন পাড়ার সূর্য শিখা ক্লাব মাঠ প্রাঙ্গণে জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমার সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেক কেটে আলোচনা সভার শুরু হয়। জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরা সভাটি সঞ্চালনা করেন ।

 

 

আলোচনা সভায় সমীরণ দেওয়ান বলেন,দলীয় প্রতিপক্ষের হুমকি – দমকির মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেন,। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সময় সহ ২০০১ সাল থেকেই কেন্দ্রীয় বিএনপির সদস্য সমীরণ দেওয়ান সহ তার সহচররা জেলা বিএনপি’র হাতে নির্যাতিত । এখনো যদি দলীয় শৃংখলা ভঙ্গ করে পাহাড়ের রাজনীতি উত্তপ্ত করা হয় তবে এটা ভালো দেখায় না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। খাগড়াছড়ি আসন পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য উপজাতি-বাঙ্গালী সকলকেই প্রতি তিনি আহবান জানান।

 

অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা গফুর আহম্মদ তালুকদার, প্রিয় রঞ্জন খীসা, বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ বেলাল, নারী নেত্রী পরিনীতা দেওয়ান ও ফাতেমা খাতুন রুনা প্রমুখ।

Related Articles

Back to top button