Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে তথ্য অফিসের উদ্যোগে অভিযোগ প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্ম-পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

৬ নভেম্বর ২০২৪ ,বুধবার সকালে জেলা তথ্য অফিসের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

এ সময় জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের উপ-পরিচালক নীহার কান্তি খীসা,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক এ. কে. এম দিদারুল আলম,জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ,জেলা প্রতিবন্ধী কার্যালয়ের কর্মকর্তা মো. শাহজাহান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলা সদরের শালবাগানস্থ কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করা হয়। এ সময় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন অতিথিরা। পরে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাচ,গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় অতিথিরা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদেরই সম্পদ। তারা আমাদের ছেলে-মেয়ে এবং সমাজেরই অংশ। তাদেরকে কখনো অবহেলা করা যাবেনা। তাদেরকে বাকি স্বাভাবিক শিক্ষার্থীদের মতো সমান গুরুত্ব দেয়া আমাদের সকলের দায়িত্ব। প্রত্যেক অভিভাবকদের উচিত তাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরার জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করে দেয়া। তাদেরকে কখনো অবহেলা করা যাবেনা।

 

তারা আরও বলেন,প্রতিবন্ধীদেরও যে আর দশজন মানুষের মতো বিশেষ কোনো প্রতিভা আছে তা আমরা অনেকেই জানি না। যেমন আজকে আমরা এখানে তাদের প্রতিভা দেখলাম। এই প্রতিভাগুলো দেখে আমরা খুবই উচ্ছ্বসিত। সমাজ তাদের আলাদা চোখে দেখি বলে তারা তাদের প্রতিভা প্রকাশ দেখানোর কোনো সুযোগ পায় না। আমরা যেকোন জায়গায় কোনো প্রতিবন্ধীকে দেখলে তাদের দিকে এমনভাবে তাকাই বা তাদের সঙ্গে এমনভাবে কথা বলি যেন তারা কোনো মানুষ না তাদের দিকে আমরা বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকি আর মনে মনে অবহেলা পোষণ করি। প্রতিবন্ধীদের জন্য স্কুল,পাড়া-প্রতিবেশী, সামাজিক সংস্থার সহযোগিতা অনেক অনেক বেশি প্রয়োজন। তাহলে তারাও তাদের প্রতিভা বিকশিত করতে পারবে। আর এখন সারা দেশে প্রতিবন্ধী শিশুদের জন্য নানা রকম প্রতিবন্ধী স্কুল গড়ে উঠেছে। এসব স্কুল তাদের লুপ্ত প্রতিভা প্রকাশ করতে বড় ভূমিকা পালন করেছে। এছাড়াও সামর্থ্য অনুযায়ী প্রতিবন্ধীদের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা।

Related Articles

Back to top button