খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।
২৮ জুলাই ২০২৫, সোমবার সকালে খাগড়াছড়ি অফিসার ক্লাবে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, “এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এলাকার অসহায় ও দুস্থ মানুষরাও এখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের এ মহতী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলার সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ এবং জুলাই যোদ্ধারা।
ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, চিকিৎসাপত্র প্রদান, রক্তচাপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষাসহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হয়। রক্তদান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ভবিষ্যতেও এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।