Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

 

৩১ জুলাই ২০২৪ বুধবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পরপরেই সফল মৎস্য চাষিদের মাঝে সম্মাননা প্রদান, হর্টিকালচার পার্কে পোনা অবমুক্তকরণ করা হয়। এতে জেলা মৎস্য বিভাগের আহ্বায়ক শতরুপা চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

 

অন্যান্যদের মধ্যে জেলা পুলিশ সুপার মুক্তা ধর,সদর উপজেলার চেয়ারম্যান মো. দিদারুল আলম,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো আরিফ হোসেন , পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা,জেলার মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button