Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৭ নভেম্বর ২০২৫, শুক্রবার বিকালে চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ এলাকায় সমাবেশে পরিণত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা সহ জেলা উপজেলার নেতৃস্থানীয় নেতৃবন্ধ উপস্থিত ছিলেন।

 

 

 

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

Related Articles

Back to top button