Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
মোটর সাইকেল চুরি করার অভিযোগ এনে মোহাম্মদ মামুন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

 

১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার ভোরে খাগড়াছড়ি পৌর শহরের মধুপুরস্থ নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক শালবন ৬নং ওয়ার্ডস্থ এডিসি হিল এলাকার বাসিন্দা মৃত নূর নবীর ছেলে।

 

বুধবার ভোর রাতে নোয়াপাড়া উপজাতীয় বসতি এলাকায় এক বাড়িতে মোটর সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে মামুন এমন খবর পাওয়া যায়। এ সময় স্থানীয় উপজাতীয় লোকজন পিটুনি দিলে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহতবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

এদিকে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় অন্ধকারে মোবাইল ও টসলাইটের আলোতে দুই তিনজন লোক ঐ যুবককে চেপে ধরে মারতে মারতে রক্তাক্ত করছে। প্রাণে বাঁচার জন্য মারে বাবারে চিৎকার করতে করতে মাপ চাইলেও তারা তাকে মারতে মারতে রক্তাক্ত করছে আর বলছে মর মর মরে যা। এমন নৃশংসতার ভিডিও দেখে এহেন হত্যাকান্ডের প্রতিবাদ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।

 

এবিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার রিপল বাপ্পিকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

অপরদিকে ,বিকালে বিক্ষুদ্ধ জনতা মামুন হত্যার বিচারের দাবিতে খন্ড খন্ড মিছিল নিয়ে মধুপুর এলাকার দিকে গেলে প্রশাসনের বাধার মুখে লোকজন ফিরে আসে।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বাতেন মৃধা জানান, চুরির ঘটনায় নিহত মামুনের বিরুদ্ধে পুর্বেও মামলা রয়েছে । লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বর্তমান এলাকার পরিবেশ শান্ত আছে।

Related Articles

Back to top button