Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে আন্তর্জাতিক বন দিবস পালিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ মার্চ ২০২৫ , রবিবার সকালে খাগড়াছড়ি বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় বন কর্মকর্তা ফরিত মিঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইন।

 

এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক বন সংরক্ষণ বর্তমান সময়ের দাবি। বন রক্ষা করলে জীব বৈচিত্র রক্ষার পাশাপাশি ছড়া-ঝিরিতে পানি উৎস বাড়বে। প্রাকৃতিক বন রক্ষা এবং পাড়া বনের তৈরিতে সচেতন একই সাথে বন ও বন্য প্রাণী রক্ষায় বন বিভাগ’কে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

 

এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button