Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় খজেন্দ্র ত্রিপুরার ১৭ বছরের কারাদণ্ড

স্টাফ রির্পোটার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় খজেন্দ্র ত্রিপুরাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

২৭ জুলাই ২০২৫, রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা (৪৫) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা এবং কিশোর চান ত্রিপুরার ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল মাটিরাঙ্গা পৌরসভার সামনে অভিযান চালিয়ে খজেন্দ্র ত্রিপুরাকে একটি দেশীয় তৈরি পিস্তল (এলজি), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আটক করে। ওইদিনই মাটিরাঙ্গা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হন।

 

মামলার দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, আদালত খজেন্দ্র ত্রিপুরাকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। উভয় সাজা একইসঙ্গে চলবে।

 

খাগড়াছড়িতে সশস্ত্র আঞ্চলিক দলের সদস্যদের বিরুদ্ধে বহু অস্ত্র মামলা চলমান থাকলেও এই প্রথমবারের মতো একটি মামলার এমন দৃষ্টান্ত মূলক রায় হয়েছে, যা বিচার ব্যবস্থার একটি যুগান্তকারী মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Related Articles

Back to top button