Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

কৃষক মাঠ দিবসের প্রাণীসম্পদ পালনের প্রদর্শণী

নিজস্ব প্রতিনিধি ,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার কৃষক মাঠ দিবসের হাঁস মুরগি, গরু ছাগল ও শুকর পালনের বিশেষ পদ্ধতি প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

 

 

১ ডিসেম্বর ২০২৫, সোমবার দিনব্যাপী থানচি সদর ইউনিয়নের আমতলী পাড়া প্রাঙ্গনের অনুষ্ঠিত হয়।

 

 

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বলিপাড়া নকরী কল্যাণ সমিতি (বিএনকেএস)’র “Partnership for Resilient Livelihoods in CHT Region (PRLC)” প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) অর্থায়নে সাঅংসিং মারমা সঞ্চালনায় টেকনিক্যাল অফিসার হলাগ্যউ মারমা সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ওয়ালিদ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ ওয়ালিদ হোসাইন বলেন, পাহাড়ি এলাকার কৃষকদের টেকসই জীবিকা গড়ে তুলতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ফসল উৎপাদনের মানোন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। মাঠ স্কুল কার্যক্রম কৃষকদের হাতে–কলমে শিখতে সহায়তা করছে।

 

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, নারী সদস্য, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতস্ফুর্ত অংশ গ্রহণে মাঠ দিবসে ফসল ব্যবস্থাপনা, বীজ সংরক্ষণ, কীটনাশক বিকল্প পদ্ধতি এবং কৃষিতে ঝুঁকি মোকাবিলা বিষয়ে আলোচনা হয়।

এর আগেই উপস্থিত কৃষানীরা হাঁস মুরগি, গরু ছাগল, শুকর পালনের টিকা ভ্যাকসিন প্রয়োগ, বিভিন্ন রোগে আক্রান্ত হতে রক্ষা পাওয়া প্রানীদের বাঁচানো সুস্থ বাজারজাত করণের বিশেষ পদ্ধতি প্রদর্শণী করা হয়।এ সময় মা দলের চল্লিশজন সদস্যদের মাঝে,গর্ভধারণকারী মুরগী ও পুষ্ঠি খাদ্যের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবে সভাপতি মংবোয়াচিং মারমা অনুপম, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মেনসিং ম্রো , কৃষক কৃষানীরা সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button