Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

কার্গো ট্রাকে বিশুদ্ধ পানি সরবরাহ করার আড়ালে ইয়াবা ব্যবসা

আটক ২

চেঙ্গী দর্পন প্রতিবেদক, লোহাগাড়া , চট্টগ্রাম :
চট্টগ্রামের কক্সবাজার মহাসড়ক লোহাগাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহের একটি কার্গো ট্রাক তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো ময়মনসিংহ তারাকান্দা চরপাড়া এলাকার নুর উদ্দিনের পুত্র কার্গো চালক মো. ফরিদ মিয়া (২৫) ও চট্টগ্রাম জেলা জোরালগঞ্জ সোনাপাহাড় এলাকার মৃত সামশুল হকের পুত্র হেলপার নুর হোসেন সবুজ (২৭)।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, কক্সবাজার শহরের লিংক রোড এলাকা হতে ইয়াবা ও অস্ত্র নিয়ে কার্গোটি ঢাকার উদ্দেশে রওয়ানা করেছে। এমন সংবাদের ভিত্তিতে চুনতিতে চেক পোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ । এ সময় চট্টগ্রাম মুখি কার্গো ট্রাক ( ঢাকা-মেট্টো-ট-১৩-০২৯৪) থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কার্গো চালক ফরিদের কোমরে তল্লাশি করে একটি রিভলবার ও হেলপার নুর হোসেন সবুজের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক দুজন সংঘবদ্ধ মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। কার্গো ট্রাকে বিশুদ্ধ পানি সরবরাহ করার আড়ালে তারা দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button