কাপ্তাইয়ে শিক্ষক উৎসবে শিক্ষকদের মিলনমেলা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
পুরুষ শিক্ষকদের দড়ি টানাটানি, উল্টা হাঁটা ও বেলুন ফোঁটানো, মহিলা শিক্ষকদের বালিশ খেলা ও পায়ের আঙ্গুলে মারবেল নিয়ে দৌড়ানো, শিক্ষক দম্পতিদের আলু খোসা ছাড়ানো, শিশুদের বেলুন ফোলানো, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে শিক্ষক উৎসব ২০২৪। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২ শত ৫৪ জন শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
১৭ ফেব্রুয়ারি শনিবার কাপ্তাই শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পটে সকালে এই উৎসব এর উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।
এরপর খেলাধুলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক ( প্রশিক্ষণ) মো: মাহবুবুর রহমান বিল্লাহ।
কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার এর সভাপতিত্বে শিক্ষক মো: হাবিবুর রহমান ও ঈসাইনু মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, রাঙামাটি পিটিআই সুপারিন্টেন্ডেন্ট শাহীন আক্তার চৌধুরী, রাঙামাটি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী, রাঙামাটি পিটিআই এর সহকারী সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ এমরানুল ইসলাম মানিক, খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিচ, লামা উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য ও আঁখি তালুকদার এবং নানিয়াচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিমি চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক উৎসব এর আহবায়ক এবং কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ।