Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কাপ্তাই ,রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলার তালপট্টি মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০২৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করা হয়।

 

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মো. কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইডিসি এলপিসি কাপ্তাই শাখার সহ-ব্যবস্থাপক বিলাস কুমার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রগুলো প্রশংসার দাবিদার। এ সকল কেন্দ্রে শিক্ষার্থীদের আদব-কায়দা, নৈতিক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে, যা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কেন্দ্রের শিক্ষকদের মানসম্মত শিক্ষা প্রদানের ভূয়সী প্রশংসা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইমান আলী, ইফা কেয়ারটেকার হাফেজ জালাল উদ্দিন, শিল্প এলাকা ভিভি এস পরিচালক আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাই নতুন বাজার টেলিকম অ্যান্ড লাইব্রেরি পরিচালক আব্দুর রহিম মহরম, শহিদ তিতুমীর একাডেমির সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকন এবং ব্যবসায়ী মো. রাশের।

 

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Related Articles

Back to top button