Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী স্কাউট ব্যাজ কোর্স উদ্বোধন

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলা স্কাউটস এর উদ্যোগে স্কাউট সদর দপ্তরের অর্থায়নে   তিনদিন ব্যাপী স্কাউট  ব্যাজ কোর্স উদ্বোধন করা হয়েছে।

 

রোববার( ১১ জানুয়ারি)   সকাল ১১টায় কাপ্তাই উচচ বিদ্যালয় মাঠে এই  ব্যাজ কোর্সের  উদ্বোধন করেন কাপ্তাই উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোর্স লিডার মাহাবুব হাসান বাবু।

 

কোর্সে ব্যাংক ব্যাজ বিতরণ,তাঁবু ইনসিগনিয়া বিতরণ, পতাকা উত্তোলন,আইস ব্রেকিং, কোর্সের মূল উদ্দেশ্য, তাঁবু পরিচিত,স্কাউট আন্দোলনের মূলনীতি ও উদ্দেশ্য সহ  বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন করা হবে বলে জানান কোর্স লিডার মাহাবুব হাসান বাবু।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে  কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ স্কাউটস এর সহকারী লিডার ট্রেইনার বিজন কুমার দে ও  লিটন চন্দ্র দে, কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক  এবি এস সিরাজ আহমেদ চৌধুরী উডব্যাজার,  আবু ইসহাক উডব্যাজার,কল্যান বিকাশ তনচংগ্যা ইউনিট লিডার ও উমাসিং মার্মা ইউনিট লিডার সহ প্রশিক্ষকগন উপস্থিত ছিলেন। উক্ত ব্যাজ কোর্সে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন।

Related Articles

Back to top button