কর্ম সংস্থানের লক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে অনুদান বিতরণ
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি ২০৩ পদাতিক সেনা রিজিয়নের উদ্যোগে কর্ম সংস্থানের লক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৯ নভেম্বর ২০২৩ , বৃহস্পতিবার দুপুরে ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি, উপস্থিত থেকে ১১ পরিবারকে আর্থিক অনুদান ও সেলাই মেশিন প্রদান করেন।
একই সাথে আর্থিক অনুদান ও সেলাই মেশিন পেয়ে নুরুন্নাহার বেগম ,কহিনুর আক্তার বলেন , সেলাই কাজ শিখে অভাব অনটনে পুজি না থাকায় খুব কষ্টে পরিবার পরিজন নিয়ে দিনানিপাত করছিলাম। সেনা রিজিয়নের নগত টাকায় কাপড় কিনে তা দিয়ে বিভিন্ন পোষাক তৈরী করে বিক্রি করে এখন কর্সংস্থানের ব্যবস্থা হবে।
মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান পাওয়া সালাউদ্দিন,মেয়ের চিকিৎসার জন্য আর্থিক অনুদান পাওয়া মুক্তি দাস , স্ত্রীর চিকিৎসা জন্য আর্থিক অনুদান পাওয়া বিশরঞ্জন ত্রিপুরা বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ সমাজ উন্নয়ন ও অসহায়দের সহযোগীতা , ও কর্ম সংস্থানের জন্য আর্থিক অনুদান প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভুমিকা রাখছে।
এ সময় খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের জিটু-(আই) মেজর মোঃ জাহিদ হাসান , বিএম মেজর ইমরোজ মনির, পিএসসি সহ উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।