কর্ণফুলীর মোহনায় কুতুবদিয়ার লবনের বোট ডুবি
চেঙ্গী দর্পন প্রতিবেদক, কুতুবদিয়া , কক্সবাজার :
কুতুবদিয়ার লবন ভর্তি একটি কার্গো বোট চট্টগ্রাম কর্ণফুলীর অদূরে ডুবে গেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টার দিকে বোট ডুবির ঘটনাটি ঘটেছে। কার্গো বোটের মাঝিমাল্লাদের উদ্ধার করা হয়েছে বলে বোটের মালিক পক্ষ জানিয়েছে।
বোটের হিসাব সহকারি শফিউল আলম জানান, বড়ঘোপ সকিনার বাপের বাড়ির মো: আক্কাছ উদ্দিনের কার্গোবোটে সাড়ে ৬ হাজার মণ লবন লোড করে মঙ্গলবার ১০ টার দিকে চট্টগ্রামের ১৫ নং ঘাট থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে।
সাগরে অতিরিক্ত বাতাসের কবলে পড়ে কার্গো বোটটি ডুবে যায়। এসময় বোটের ৭ জন মাঝি-মাল্লা নৌবাহিনীর সহায়তায় জাহাজে উঠে উদ্ধার হয়। এখন পর্যন্ত কার্গো বোটের সন্ধান পাওয়া যায়নি। বর্তমান সময়ে বোটে লোডকৃত লবনের মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানা গেছে।