এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবীতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলাম এর মুক্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার সকালে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চে সমাবেশে পরিনত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, সেক্রেটারী মিনহাজুল রহমান, খাগড়াছড়ি সদরের আমির মোঃ ইলিয়াস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা তাদের পাঁচ নেতাকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে। বহু বছর ধরে অনেক নেতা কর্মীকে কারাবরণ করতে হয়েছে। অনেক অন্যায় সহ্য করতে হয়েছে।এ সকল অন্যায়ের বিচার করতে হবে।অবিলম্বে জামাত নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তি দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশ খাগড়াছড়ি শাখার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।