পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

একশনএইড বাংলাদেশের সহযোগিতায় থানচিতে নারী উন্নয়ন দলের মাঝে উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার ,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার মগক হেডম্যান পাড়া নারী উন্নয়ন দল (RAC)-এর সদস্যদের মাঝে লাবারং অর্গানিক ফুড ও হস্তশিল্প বিক্রয় কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

 

সোমবার ২৬ জানুয়ারী সকালে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিএনকেএস (ওইএসআইএসএস) প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধি এবং স্থানীয় পণ্যের বাজারজাতকরণ জোরদার করার লক্ষ্যে এসব উপকরণ সরবরাহ করা হয়। স্থানীয় নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মোট ৮টি ডিজিটাল ওজন মাপার মেশিনসহ মোট ২ লাখ ২৪ হাজার ৭০০ টাকার উপকরণের মধ্যে রয়েছে—একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ইউপিএস (প্রোলিংক ৬৫০ ভিএ), একটি স্ক্যানার (ক্যানন লাইট ৩০০), একটি প্রিন্টার (এইচপি লেজার ১০০৮এ), একটি রাউটার (টিপি-লিংক সি৫৪), একটি বৈদ্যুতিক কফি/চা মেশিন, একটি বৈদ্যুতিক কেটলি, একটি ওভেন, একটি ব্লেন্ডার মেশিন, একটি সিলিং ফ্যান, একটি রিচার্জেবল লাইট, একটি চা পরিবেশন ট্রে, একটি মিনি শোকেস, এক ডজন গ্লাসওয়্যার, ছয়টি প্লাস্টিক চেয়ার এবং একটি টেবিল।

 

বিতরনে সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত সোনা মৈত্র চাকমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, লাবারং অর্গানিক ফুড ও হস্তশিল্প সমিতি সভানেত্রী মুইমেচিং মারমা, বিক্রয় ব্যবস্থাপক প্রুমেউ মারমা,সহ বিএনকেএস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, এ ধরনের সহায়তার মাধ্যমে পাহাড়ি এলাকার নারীরা সংগঠিতভাবে উৎপাদন ও ব্যবসায় যুক্ত হতে পারবে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।

 

স্থানীয় নারী উদ্যোক্তারা এ উদ্যোগের জন্য একশনএইড বাংলাদেশ ও বিএনকেএস (ওইএসআইএসএস) প্রকল্প কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Back to top button