Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

একই সাথে ৪ সন্তানের মা হলেন রামগড়ের ফারজানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : ফেনীর একটি বেসরকারী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার নামে খাগড়াছড়ির রামগড়ের এক গৃহবধূ।

বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ ) দুপুরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

ওই গৃহবধুর নাম ফারজানা আক্তার। তিনি খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীর কুল এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী ।

চিকিৎসকেরা জানান, ফারজানা আক্তার দীর্ঘদিন সাব-ফার্টিলিটিতে ভুগছিলেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।

নবজাতকদের পিতা আলমগীর হোসেন জানান, চিকিৎসকরা আমার স্ত্রীকে সব সময় চেক আপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. রোকসানা বেগম স্বপ্না বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন।

Related Articles

Back to top button