Breakingখেলাধুলাপার্বত্য অঞ্চলবান্দরবান

উৎসবমুখর পরিবেশে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও পুরস্কার বিতরণ

থানচি ,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার থানচি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৯ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

 

ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, দলীয় ক্রীড়া ও বিভিন্ন মজার খেলাসহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা এবং বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ।

 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তোলে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা বলেন, প্রতিবছরের মতো এ বছরও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ক্রীড়া আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button